প্রোগ্রামিং ভাষা কি?
আমারা মানুষে-মানুষে একে অপরের সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য নির্দিষ্ট ভাষা ব্যবহার করি এবং বিভিন্ন সমস্যা সমাধান করি। আমাদের এ ভাষার নাম হল হিউম্যান ভাষা বা Human Language, সেটা বাংলা, ইংরাজি যাইহোক। তেমনি ভাবে মানুষ ও কম্পিউটার এক অপরের সাথে কথা বলার জন্য, মনের ভাব প্রকাশের জন্য এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তার নামি হল প্রোগ্রামিং ভাষা বা Programming Language. আর এই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়ার তৈরী করা হয় যার মাধ্যমে আমারা কম্পিউটারকে ভিবিন্ন নির্দেশ করে থাকি।
প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কি করা হয়?
প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম তৈরী করা হয় এবং সে প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার কে বিভিন্ন নির্দেশনা প্রদানের মাধ্যমে বিভিন্ন জটিল সমস্যা সহজ ভাবে সমাধান করা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি ক্যালকুলেটরে ১২৩৪৫+৬৭৮৯০ লিখে সমান(=) চিহ্ন প্রেস করি তাহলে সেকেন্ডের ভিতর সঠিক উত্তর পেয়ে যাই। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা চলে প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। অন্যদিকে আমরা যদি এটা নিজেরা হিসাব করে করতাম তাহলে অবশ্যই সময় বেশি লাগত। মূলত কোন সমস্যা সহজ ভাবে সমাধান করার জন্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোন প্রোগ্রাম তৈরী করার জন্যই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। আমরা ধারাবাহিক ভাবে আস্তে,আস্তে প্রোগ্রামিং সম্পর্কে টিউটোরিয়াল দিব।
0 Comments
measage us