Kaliakair.Com |
আমরা যারা অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করি, তারা সবাই গুগল এডসেন্স সম্পর্কে জানি এবং আমারা সবাই এই এডসেন্স পেতে চাই। কিন্তু সঠিক দিক-নির্দেশনার অভাবে আমারা হতাশ হই এবং এডসেন্স পাইনা। আর আমি এখন আপনাদের এমন কিছু টিপস দিব, যা ফলু করলে আপনি সহজে এডসেন্স পেতে পারেন এবং এবং আপনার এডসেন্স সম্পর্কিত কিছু ভুল ধারণা চলে যাবে। চলুন শুরু করা যাক।
1.) সাইটের ডিজাইন :
গুগল এডসেন্স পাওয়ার জন্য প্রথমে যেটি প্রয়োজন তা হল, ভাল মানের সুন্দর ফ্রেস ডিজাইনের একটি ওয়েব সাইট। যেটি দেখতে ভাল দেখাবে এবং ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় বিষয় সহজে খুজে পাওয়া যাবে। ভাল মানের ওয়েব সাইট সমর্পকে জাননে এখানে ক্লিক করুন।2. ) পোষ্ট এর(কন্টেন্ট) ধরন:
এডসেন্স পাওয়ার জন্য আপনার সাইটে অবশ্যই ভাল মানের কপি-পেস্ট বিহীন মিনিমাম ১২-১৫টা পোষ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা পোষ্ট যেন মিনিমাম ৩০০ ওয়ার্ডের হয়। আর প্রথম অবস্থায় পোষ্ট গুলা ইংরেজিতে করবেন, এডসেন্স পাওয়ার পর বাংলাই করতে পারবেন। হ্যাকিং, ক্রাক, পর্ণগ্রাফি ইত্যাদি অবৈধ কিছু পোস্ট করবেন না।3 .) ডোমেইন বা ওয়েব এড্রেস:
সহজে এডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে টপ(.com,.net,.org etc) লেবেলের কাস্টম ডোমেই ইউজ করতে হবে। টপ লেবেলের ডোমেইন ছাড়া এডসেন্স পাওয়া একটু কষ্টের, তবে পাওয়া যায় । আর আপনার ডোমেইন নেম যেন সহজ, সুন্দর এবং আপনার ওয়েব সাইটের কন্টেন্ট গুলোর সাথে মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন।৪.) গুরুত্বপূর্ণ পেইজ :
এডসেন্স পাওয়ার জন্য আপনার ওয়েব সাইটে অবশ্যই About, Contact এবং Privacy Policy পেইজ গুলা থাকতে হবে। এডসেন্স পাওয়ার জন্য এগুলা খুবি গুরুত্বপূর্ণ।৫.) সাইট ম্যাপ এবং সার্চ কনসোল : এডসেন্স পাওয়ার জন্য আপনার সাইটে সাইট ম্যাপ যুক্ত করুণ এবং গুগল সার্চ কনসোল সহ অন্যান্য সার্চ কনসোলে তা যুক্ত করে দিন। পোষ্ট গুলো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়কিনা সেদিকে খেয়াল রাখুন।
৬.) ভিজিটর :
আমরা অনেকে মনে করে থাকি যে এডসেন্স পাওয়ার জন্য অনেক ভিজিটর প্রয়োজন বাট এটি সম্পূর্ণতা ভুল ধারণা। এডসেন্স পাওয়ার জন্য আপনার ১০-১৫ জন নিয়মিত ভিজিটর হলে এনাফ। তবে এডসেন্স থেকে ভাল ইনকাম করার জন্য অনেক ভিজিটর লাগবে। ভিজিটরের জন্য পোষ্ট গুলোকে নিয়মিত সোশ্যাল মিডিয়া (বিশেষ করে গুগল প্লাস, টুইটার, ফেসবুক, স্টাম্বল, রেডিট, ফেসবুক, লিংকদিন ইত্যাদি ) সাইট গুলোতে শেয়ার করুণ।গুগল এডসেন্স সম্পর্কিত আর কিছু জানার থাকলে কমেন্ট করুণ অথবা কন্টাক্ট পেইজ থেকে যোগাযোগ করুণ।
0 Comments
measage us