প্রোগ্রামিং সি(A to Y), পার্ট-২ : প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কত প্রকার ও কী,কী। (Type of programming language)

kaliakair.com
যারা,যারা পোস্টটি পড়তেছেন, তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক। আমি স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় আপনাদের প্রোগ্রামিং সি শিখাতে চেষ্টা করব।
আজকে আমরা জানব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কত প্রকার ও কী,কী।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ  সাধারণত দু-প্রকার।
1.) লো লেভেল ল্যাংগুয়েজ(Low Level Language)
2.) হাই লেভেল ল্যাংগুয়েজ(High Level Language)

এখানে আবার লো লেভেলের ল্যাংগুয়েজকে আবার দু-ভাগ করা হয়েছে।
1.) মেশিন ল্যাংগুয়েজ(Machine language)
2.) অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ(Assembly Language)
আর এখানে লো-লেভেল এবং হাই-লেভেল লিখা থাকলেও, লো-লেভেলের থেকে হাই-লেভেলে প্রোগ্রাম রচনা অনেক সহজ এবং আপডেট।  আমরা যে প্রোগ্রামিং C শিখব, এটাও হাই-লেভেলের। হাই-লেভেলের আর কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কিছু নাম হল : Visual basic,  Visual C++, Java, Oracle, Pascal ইত্যাদি।
আমর টিউটোরিয়াল গুলো সব হাই-লেভের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ C সম্পর্কিত থাকবে। আমার মতে প্রোগ্রামের শুরুতে প্রথেমে C শিখাটাই উত্তম।
তবে শিখার আগে আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। যেমন কিভাবে একটা সফটওয়ার ইন্সটল করতে হয়, কিভাবে কোন ফাইল সেভ করতে হয়, ইত্যাদি। যদি ধারণা না থাকে তাহলে আমাদের Learn Computer ক্যাটাগরি থেকে ধারণা নিতে পারেন। আজকে এপর্যন্তই, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে, ফেইচবুকে www.facebook.com/kaliakair.bd