লোকাল দোকান থেকে আপনি ৬,১০০ টাকা কিংবা ৬,২০০ টাকাতে নিতে পারবেন।
1. নেটওয়ার্ক :
2G এবং 3G সাপোর্টেড।
2. ব্যাটারি :
এতে রয়েছে 3200mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা দিয়ে কথা বলতে পারবেন ১৩ঘন্টা এবং স্ট্যান্ডবাই টাইম ২৫০ঘন্টা।
3. ডিসপ্লে ও বডি :
ডিসপ্লে সাইজ 5.45 inches, HD+ 720 x 1440 pixels (296 ppi)
- Full-View Touchscreen, 2.5D curved screen এবং বডি সাইজ :148 x 70.5 x 8.9 millimeter, 155 grams.
4. ক্যামেরা :
এর সামনে আছে 5 Megapixel ক্যামেরা, সাথে
- Dual LED flash, Samsung sensor, f/2.0 aperture.
এবং পিছনে আছে 8 Megapixel ক্যামেরা, সাথে
- Autofocus, dual-LED flash, up to 4x zoom, Samsung sensor, f/2.0 aperture
- Full HD (1080p) video rec.
5. চিপসেট + প্রসেসর :
এতে ব্যবহিত হয়েছে
Mediatek চিপসেট এবং Quad-Core, 1.3 GHz প্রসেসর।
6. মেমোরি + সিম কার্ড :
MicroSD, up to 64 GB, দুটা সিম এবং একটি মেমোরিকার্ড এক সাথে ব্যবহার করা যাবে।
7. র্যাম + রোম :
Ram 1GB এবং Rom 8GB.
8. অপারেটিং সিস্টেম :
Android Oreo v8.1 (Go version).
9. সেন্সর :
G-sensor, Proximity, Light.
10. ইউএসবি :
MicroUSB v2.0 বাট OTG সাপোর্ট করবে না।
11. ওয়ারলেস ল্যান :
Yes, Wi-Fi Direct, hotspot.
12. অন্যান্য ফিচার :
Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Multitouch, Loudspeaker.
রিভিউ :
এই বাজেটে এটি আমার কাছে ভাল লাগছে।
এর কিছু সীমাবদ্ধতা হল :
১. এতে 4G সাপোর্ট করে না।
২. ওটিজি নাই।
৩. ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই।
৪. সাউন্ড ভাল না।
৫. বক্সে দেওয়া এডপ্টার দিয়ে ফুল চার্জ হতে প্রায় ৪ ঘণ্টা লেগে যায়।
৬. র্যাম মাত্র ১ জিবি, তাই 3D গেমস, মাল্টি টাস্কিং, হেভি গ্রাফিক্স এপ্স ভালভাবে ইউজ করতে পারবেন না।
আর কিছু ভাল দিক হল :
১. ডিসপ্লে(5.45"), রেজুলেশন, ফ্রন্ট লুকিং, বিশেষ করে 2.5D cerved Glass এবং রাউন্ড কর্নার ডিসপ্লে বেশ সুন্দর লাগে দেখতে।
২. এই বাজেটে ক্যামেরা ভাল এবং সামনেও ফ্লাশ আছে।
৩. বেশ হাল্কা এবং স্লিম ডিভাইস ।
৪. 3200mah ব্যাটারি যা এই বাজেটের মধ্যে অনেক ভাল একটা দিক।
৫. এক্সট্রা মেমরিকে সরাসরি ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যাবহার করা যায়।
সবশেষে বলব এই দামে এত ভাল মোবাইল অন্যটি আমি আর খুজে পাই নি।
সব মিলিয়ে আমি রেটিং দিব, ৭২%.
0 Comments
measage us