সিম্ফোনি কমদামী 4G স্মার্টফোন V-145 এর ফুল স্পেসিফিকেশন।

নাম :  Symphony V-145
অফিশিয়াল প্রাইজ : ৫,৯৯০ টাকা।
লোকাল দোকান থেকে ৫,৫০০ টাকাতে কিনতে পারবেন।




1. নেটওয়ার্ক  :
2G,3G এবং 4G সাপোর্টেড।



2. ব্যাটারি :
এতে রয়েছে 2400mAh এর লিথয়াম আয়ন ব্যাটারি, যা দিয়ে কথা বলতে পারবেন ৩ঘন্টা এবং  স্ট্যান্ডবাই  টাইম ২০০ঘন্টা।



3. ডিসপ্লে ও বডি  :
  ডিসপ্লে সাইজ   5 inches, HD+ 720 x 1280 pixels (294 ppi)
- Full-View Touchscreen, IPS Touchscreen এবং বডি সাইজ :144.2 x 72 x 10.3 millimeter, 151.3 grams(প্লাস্টিক বডি)



4. ক্যামেরা :
এর সামনে আছে 5 Megapixel ক্যামেরা
(F/2.2 aperture).
 এবং পিছনে আছে 5 Megapixel ক্যামেরা (LED flash, up to 4x zoom, f/2.2 aperture, HDR, face beauty, panorama, screen filter
- Full HD (1080p) video rec).



5. চিপসেট + প্রসেসর :
এতে ব্যবহৃত  হয়ছে
Mediatek চিপসেট এবং Quad-Core, 1.4 GHz প্রসেসর।




6. মেমোরি + সিম কার্ড :
MicroSD, up to 32 GB,  দুটা সিম এবং একটি মেমোরিকার্ড এক সাথে ব্যবহার করা যাবে।




7. র‍্যাম + রোম :
Ram 1GB এবং Rom 8GB.




8. অপারেটিং সিস্টেম :
Android Oreo v8.1 (Go version).




9. সেন্সর :
G-sensor, Proximity, Light.




10. ইউএসবি :
MicroUSB v2.0 বাট OTG সাপোর্ট করবে না।




11. ওয়ারলেস ল্যান :
Yes,  Wi-Fi Direct, hotspot.




12. অন্যান্য ফিচার :
Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, Multitouch, Loudspeaker.





রিভিউ : 
এর কিছু সীমাবদ্ধতা হল :
২. ওটিজি নাই।
৩. ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই।
৫. ব্যাটারি চার্জ কম যাবে।
৬. র‍্যাম মাত্র ১ জিবি, তাই 3D গেমস, মাল্টি টাস্কিং, হেভি গ্রাফিক্স এপ্স ভালভাবে ইউজ করতে পারবেন না।

আর কিছু ভাল দিক হল :
১. 4G সাপোর্ট  করে।
২. প্রসেসর Quad-Core, 1.4 GHz, যা এই বাজেটে ভাল।
 সব মিলিয়ে আমি রেটিং দিব, ৬৫%.




Post a Comment

0 Comments