সকল বাংলালিংক সিমে 100MB ফ্রি এবং প্রতিদিন 20MB করে ফ্রি ইন্টারনেট।

এখন মাই-বাংলালিংক অ্যাপ ডাউনলোড করলেই  বাংলালিংক দিচ্ছে প্রথম দিন ১২০এমবি এবং প্রতিদিন দিচ্ছে ২০এমবি করে একদম ফ্রি। এর জন্য প্রথমে  নিচের Download লিখাই ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন।

Download


তার পর অ্যাপ টি ওপেন করুন, তার পর Sing Up লিখাই ক্লিক করুন। এখন Mobile Number লিখা অপশনের নিচে ক্লিক করে আপনার বাংলালিংক নাম্বার টা দিন, এবং Get pin এ ক্লিক করুন।
কিছুক্ষন এর মধ্যে আপনার ফোন এ ম্যাসেজের মাধ্যমে একটি কোড নাম্বার
আসবে। Enter Code  অপশনের নিচে ক্লিক করে ঐ কোড নাম্বারটা  দিয়ে varify pin এ ক্লিক করুন। তারপর আপনার ইচ্ছা মত  Password দিয়ে confirm করুন। এখন প্রতিদিন একবার করে এক মিনিটের 
জন্য অ্যাপ টার ভিতর ঢুকবেন । আপনাকে ৫ মিনিট
এর ভিতর banglalink থেকে মেসেজ দিয়ে
এমবি দিয়ে দিবে। এভাবে প্রতিদিন নিতে পারবেন।
এমবি চলে যাবে না , অ্যাড হয়ে থাকবে। মেয়াদ
২ দিন। এরকম আর অফার সম্পর্কে জানতে প্রতিদিন, ভিজিট করুন , www.kaliakair.com

Post a Comment

0 Comments